// সাঁথিয়া প্রতিনিধি: শহীদ শেখ কামালের জন্ম দিন সরকারি ভাবে পালনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সকল বিদ্যালয়কে আদেশ করলেও সাঁথিয়া উপজেলার মাহমুদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদেশ উপেক্ষিত কর। বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছে। সহকারি শিক্ষকরা জানেন না সরকারি নির্দেশ। জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রিড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন আজ ৫ আগস্ট শনিবার। দিনটিকে স্মরনীয় করতে সরকারি ভাবে নির্দেশ দেয়া হয়। শনিবার সকাল ১০.৪০ মিনিটে সাঁথিয়া উপজেলার ১৩২ নং মাহমুদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে স্কুলে তালা ঝুলতে দেখা যায়। বিদ্যালয়ের সদ্য প্রাক্তন ছাত্রদের খেলা করতে দেখা যায়। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যা সুমাইয়া খাতুন, পার্শ্ববতী আমিরুল ইসলাম, আবু সাইদ জানান বিদ্যালয় আজ বন্ধ। স্যাররা আসে নাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলমকে ফোন দিলে তিনি মাঠে গেছেন বলে তার স্ত্রী বলেন। সহকারি শিক্ষক নুহু উল্লাহ
মোবাইলে বলেন আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন। শেখ কামালের জন্মদিন সম্পর্কে তিনি জানেন না। ওই বিদ্যালয়ের দেখভালের দায়িত্বে থাকা এটিইও নাদিরা বেগম মুঠো ফোনে সাংবাদিক পরিচয় জানার পর পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেন না। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন বলেন, সকলকে চিঠি দেয়া হয়েছে, দিবসটি অবশ্যই পালন করতে হবে। যারা নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।