জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মাদ্রাসা শিক্ষার্থীদের কে পাঠদানের পাশাপাশি শিক্ষার উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপের সঠিক তথ্য জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও ২ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
আজ ২৭ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সুজন আরো বলেন, আগে মাদ্রাসা মানেই ভাঙ্গা ঘর, দরজা নেই,জানালা নাই এরকম চিত্র ছিল কিন্তু আওয়ামীলীগ সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর মাদ্রাসা শিক্ষায় আমুল পরিবর্তন এসেছে এখন মাদ্রাসা গুলোতে কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো আধুনিক ভবন নির্মাণ করে দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে সুজন বলেন, গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার হাত দেশের সকল ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সাথে মাদ্রাসা শিক্ষায় আধুনিকতার ছোঁয়া লেগেছে শিক্ষার্থীদের কে লেখাপড়ার পাশাপাশি এসব তথ্য জানাতে হবে এটাও একটা দায়িত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
লাহিড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসার নব নির্মিত চার তলা বিল্ডিং এর
উদ্বোধন অনুষ্ঠানে জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা তুজ জোহরা,অও ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার চ্যাটাজী, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন।