নাটোর প্রতিনিধি
নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত কামাল হোসেন সহ সকল আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া জলার পাড়া থেকে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাফুরিয়া বাজারে এসে শেষ হয়। সেখানে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা হত্যাকারী কামাল হোসেনের বাড়ীতে অগ্নিসংযোগ করতে গেলে পুলিশ আলতাফ আলী নামে একজনকে আটক করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আফজাল হোসেন, কাফুরিয়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য শিল্পি বেগম, নিহত আবুল কালামের মেয়ে কাজলী ,কাফুরিয়া হোসেন সোহারাওয়ারদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, গত ১২ জুলাই সকালে প্রকাশ্যে নিরীহ কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকারী কামাল হোসেন সহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করছে না। হত্যাকান্ডের পরদিন র‌্যাব একজনকে গ্রেফতার করলেও অন্য আসামীরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। হত্যাকারীরা এলাকার ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে মামলা তুলে নেওয়ার জন্য। তারা দ্রত সকল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবী জানান।
উল্লেখ্য, গত ১২ জুলাই কাফুরিয়া পশ্চিমপাড়া গ্রামের শুকচাঁনের ছেলে কলা ব্যবসায়ী কামাল হোসেনের কাছে পাওনা টাকা চাইলে কামাল হোসেন ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর থেকেই আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে রয়েছে।