// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ এডুয়ার্ডো, মৌলভীবাজারের পক্ষ থেকে বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, এএটিএম হাই স্কুলসহ অন্যান্য স্কুল-কলেজের প্রায় ১৫০জন ছাত্র-ছাত্রীদের (এস এস সি এবং এইচ এস সি) মধ্যে “স্পেলিং প্রতিযোগিতা” শমসেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে সফল ভাবে সম্পন্ন হয়েছে। সফলতার ঝুড়ি হিসাবে সার্টিফিকেট, ফাইল ও ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী এডুয়ার্ডো, মৌলভীবাজারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন- আলিফ সোবহান চৌধুরী মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফজলুর রহমান, সুজা মেমোরিয়াল কলেজের সিনিয়র লেকচারার শাহজান মানিক, বিএএফ শাহীন কলেজের লেকচারার মোঃ আব্দুল করিম, বিএএফ শাহীন কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার ইশতিয়াক আহমেদ চৌধুরী, বিএএফ শাহীন কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার মোঃ সাদেক আহমেদ, এএটিএম হাই স্কুলের হেড মাওলানা হাফেজ মিজানুর রহমান, কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদিয়া আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন- এডুয়ার্ডো, মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহাদ বিন সালাম, এডুয়ার্ডো, মৌলভীবাজারের ম্যানেজিং ডিরেক্টর তানভীর তালুকদার, এডুয়ার্ডো, মৌলভীবাজারের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি মিফতাউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন-এম সামিউর রেজা। অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করতে এডুয়ার্ডো, মৌলভীবাজারের ভলান্টিয়ার আখি, ফারজানা, হাবিবুর, জিহাদ, লিপি, মাহবুব, মাসুমা, মেহেদি, নাহিদ, অভি, জিদান, পলি, রুবি, আশরাফুল, রেহান, তুয়েল, উজ্জল, তাহেরা, তুফায়েল প্রমুখ সহযোগীতা করেন। জুনিয়র গ্রুপ থেকে – ১ম স্থান অধিকার করে বিএএফ শাহীন কলেজের মেধাবী ছাত্র – সৈয়দ আনান বিন নাসির। সে ৫০ নম্বরের মধ্যে ৩৯ নম্বর অর্জন করতে সক্ষম হয়। ২য় স্থান অধিকার করে বিএএফ শাহীন কলেজের মেধাবী ছাত্র – মেহরাবুল ইসলাম। সে ৫০ নম্বরের মধ্যে ৩৬ নম্বর অর্জন করতে সক্ষম হয়। ৩য় স্থান অধিকার করে বিএএফ শাহীন কলেজের মেধাবী ছাত্রী- ফাতেমাতুজ জুহরা। সে ৫০ নম্বরের মধ্যে ৩৪ নম্বর অর্জন করতে সক্ষম হয়। সিনিয়র গ্রুপ থেকে – ১ম স্থান অধিকার করে সুজা মেমোরিয়াল কলেজের মেধাবী ছাত্র- পার্থ সিনহা। সে ৫০ নম্বরের মধ্যে ৩৭ নম্বর অর্জন করতে সক্ষম হয়। ২য় স্থান অধিকার করে বিএএফ শাহীন কলেজের মেধাবী ছাত্র- মোঃ আসিফ উদ্দিন। সে ৫০ নম্বরের মধ্যে ৩৬ নম্বর অর্জন করতে সক্ষম হয়। ৩য় স্থান অধিকার করে যৌথভাবে বিএএফ শাহীন কলেজের মেধাবী ছাত্রী- অর্পিতা গোস্বামী এবং বিএএফ শাহীন কলেজের আরেক মেধাবী ছাত্র – নাদিমুল হাসান নাদিম। তারা দুজনই ৫০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর অর্জন করতে সক্ষম হয়। উপহার হিসেবে জুনিয়র গ্রুপের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের যথাক্রমেঃ- ২০০০, ১৫০০, ১০০০ টাকা দেয়া হয়। এবং সিনিয়র গ্রুপের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের যথাক্রমেঃ- ২৫০০, ২০০০, ১৫০০ টাকাসহ সার্টিফিকেট, ফাইল ও ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।