// বদিয়ার রহমান,লালমনিরহাট।
বুধবার (৭ জুন) লালমনিরহাটে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গণ” স্লোগান নিয়ে শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ (স্পীড স্কেটিং ও রোপ স্কিপিং) এর উদ্বোধন হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসন অফিসার্স ক্লাবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাসুম, সদস্য মোঃ আসিফ ইকবাল, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন, লালমনিরহাট রোলার স্কেটিং ক্লাবের সভাপতি একেএম কামরুজ্জামান, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রোলার স্কেটিং প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৩ জুন শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ এর সমাপনী হবে।