রাজনগরে ডাক্তার, সেটেলমেন্ট অফিসার, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সীল তৈরি ও স্বাক্ষর জালিয়াতি

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বিভিন্ন ডাক্তার, সেটেলমেন্ট অফিসার, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামীয় সীল তৈরি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ফুয়াদ আহমেদ মুরাদ নামে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানা পুলিশ গত ২৪ মে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন রাজনগর বাজারস্থ মডেল লাইব্রেরী এন্ড কম্পিউটার্স এর মালিকানাধীন দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় দোকানে তল্লাশি করে বিভিন্ন ডাক্তার, সেটেলমেন্ট অফিসার, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামীয় ৬ টি জাল সীল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জাল সীল হেফাজতে রেখে মিথ্যা স্বাক্ষর করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত তালিকা হলো- ডাঃ দেবাশীষ চক্রবর্তী এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) সরকারি সার্জন, কোড নং -১৪৭৪২৭, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা, সংযুক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজনগর মৌলভীবাজার। টঃঃধস কঁসধৎ ঝযধৎসধ গ.ই.ই.ঝ, ই.ঈ.ঝ(যবধষঃয) এঞ (সবফরপরহব)ঈ.ঈ.উ(ইরৎফবস) ও.গ.ঙ(উবঢ়ঃ ড়ভ সবফরপরহব) ংুষযবঃ গঅ.এ ঁংসধহর সবফরপধষ পড়ষষবমব যড়ংঢ়রঃধষ জবম ঘড়-অ-৭৭২২৩। প্রধান শিক্ষক রাজনগর পটিয়াস উচ্চ বিদ্যালয় রাজনগর মৌলভীবাজার। প্রধান শিক্ষক তারাপাশা উচ্চ বিদ্যালয় ডাক তারাপাশা রাজনগর মৌলভীবাজার। তারাপাশা উচ্চ বিদ্যালয় ডাক তারাপাশা মৌলভীবাজার। প্রত্যয়ন করা যাইতেছে যে অত্র খতিয়ান ১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাতন্ত্র আইনের ১৪৪(১) তারা মতে এবং ওই একই আইনের অধীনে প্রণীত ১৯৫৫ সনের প্রজাতন্ত্র বিধি মালায় ৩২ ও ৩৩ বিধিমতে ১৯৯০,১৯৯৮ সনে প্রস্তুতকৃত ও প্রকাশিত স্বতলিপির অবিকল অনুলিপি(মোঃ মোজাহারুল হক) সরকারি সেটেলমেন্ট অফিসার, রাজনগর। রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান- রাজনগর বাজারের ফুয়াদ আহমেদ মুরাদ বিভিন্ন সেবা প্রার্থীদের আবেদনসহ সার্টিফিকেটে জাল সীল মেরে নিজেই মিথ্যা স্বাক্ষর দিয়া সত্যায়িত করে আসছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার দোকানে অভিযান পরিচালনা করে এবং ৬ টি জাল সীল উদ্ধার করে। অভিযুক্ত ফুয়াদ প্রাথমিকভাবে জাল সীল তৈরি এবং নিজে এসব সীলের উপর স্বাক্ষর করে মর্মে স্বীকার করেছে।