// সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় কসমেটিকস কর্ণার নামে একটি প্রসাধনী দোকানকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর ১২টার দিকে শহরের অভিজাত শপিংমল রানার প্লাজায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ঈদকে সামনে রেখে শহরের রানার প্লাজার বিভিন্ন কাপড় ও প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়। এই সময় কসমেটিকস কর্ণারকে প্রসাধনীর গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের সিল ও মূল্য না থাকায় ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রিজভী আরও জানান, অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেছেন।