প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করেছেন-ড.ফসিউর রহমান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বিশ্ব ব্যাংক সড়ে গিয়েছিল, তার পরও বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে। অনেকে ধারণা করেছিলেন বাংলাদেশের পক্ষে এটি করা অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করে তিনি আমাদের সক্ষমতা প্রমান করেছেন। তার সাথে আল্লাহর রহমত রয়েছে। জাতির জনকের ৭ মার্চের ঘোষণা এখনও নতুন। বারবার শুনতে ইচ্ছে করে। শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ উন্নয়নের পথে এগিয়ে চলছে দেশ। তাঁর হাতকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পাবনার চাটমোহরে প্রাক্তন সৈনিক সংস্থার সৈনিকদের সাথে নতুন বাজার এলাকায় অবস্থিত তাজ উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন চাটমোহরের কৃতি সন্তান, পাবনা-৩ এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং নবগঠিত পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান।
প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় সংস্থাটির সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রাক্তন ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার, সার্জেন্ট রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা আফসার আলী, প্রভাষক আব্দুস সালামসহ বিভিন্ন কোরের প্রাক্তন সৈনিকগণ উপস্থিত ছিলেন।