// মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ১গাজা ব্যবসায়ী সহ ৫ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত গাজা ব্যবসায়ী হলেন, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শরীফ (৪৫)। অপরদিকে গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলেন, বন্দভাটপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. দুলাল (৪৫), মৃত সেকান্দর আলীর ছেলে ফরহাদ(৫২), ডাকাবর গ্রামের নুর ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৬), ধারাপানি গ্রামের
মৃত আঃ কুদ্দুসের ছেলে
জাহিদ হাসান (২১) এবং নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আঃ সালাম (৩০)।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে সোমবার রাত সাড়ে ৯ ঘটিকায় অভিযান চালিয়ে
দেবোত্তর পাড়া গ্রামে শরীফের দোকানে তল্লাশী চালিয়ে শরীফের কোমরে গোঁজে রাখা ২ শত গ্রাম গাজা সহ শরীফকে আটক করা হয়। অপরদিকে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ নিয়ে মঙ্গলবার রাত দেড় ঘটিকায় অভিযান চালিয়ে বন্দভাটপাড়া গ্রাম থেকে জুয়া খেলাবস্থায় দুলাল, ফরহাদ, দেলোয়ার হোসেন,জাহিদ হাসান ও
আঃ সালামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে শরীফের বিরুদ্ধে মাদক আইনে এবং অপর ৫জনের বিরুদ্ধে
জুয়া আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিষয়ে কোন ছাড় নেই। মাদক ও জুয়া নির্মুল না হওয়া পর্যন্ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।