লেখক সমিতির ৫০৫ তম মাসিক সাহিত্য অনুষ্ঠিত

:: আবু সাইদ খান ফরিদ ::

বাংলাদেশ লেখক সমিতি’র ৫০৫ তম মাসিক সাহিত্য সভা ০৭ মাঘ ১৪২৯, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার বাংলাদেশ রেলওয়ে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
লেখক সমিতির সভাপতি কবি ও কথাসাহিত্যিক রানা জামান’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ছড়াকার ফরিদ সাইদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লেখক সমিতির উপদেষ্টা রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেন।
অতিথি ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ডাঃ আঃ হালিম বিপুল, কবি ও সংগঠক এম আর মনজু, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান।
প্রধান অতিথি কবি আলম হোসেন বাংলাদেশ লেখক সমিতির প্রতিষ্ঠাতা নেপথ্যের কারিগর গুরু ফরহাদ খাঁ’র স্মৃতি কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে লেখক সমিতির ৫০৫ তম সাহিত্য সভাকে গুরু ফরহাদ খাঁ’র স্মরণ সভা হিসেবে অভিহিত করেন।
লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি নাসির হেলাল, কবি গিয়াস হায়দার, কবি আফরোজা মুন্নী, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি সাইফ সাদী, কবি শেফালি দৌউসি, কবি জিয়াউদ্দিন বাবলু, কবি আবু সাহেদ, কবি মুহাম্মদ হেলাল উদ্দিন, কবি শাহিন ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ডাঃ মআআ মুক্তাদীর, কবি জেসমিন শেলী প্রমুখ।
পঠিত লেখার উপর চমৎকার আলোচনা করেন কবি খান কাওসার কবির।