পাবনায় চলছে ইছামতি পুনঃ দখলের ধুম 

  আবদুল জব্বার, পাবনাঃ  আদালতের আদেশক্রমে পাবনায় শুরু হয় ইছামতির অবৈধ দখল উচ্ছেদ ও খনন কার্যক্রম। সরকারের ইছামতি খনন ও উচ্ছেদ প্রকল্পের ৯ কোটি টাকা খননের নামে প্রহসন করলো বাপাউবো। কিছু বাড়ি ভাঙ্গা আর কিছু থেকে গেলো। তারপর শুরু হলো নিম্ন আদালতের আইনি জটিলতা। বাপাউবো কাজ বন্ধ করে দেয়। এমনকি সিমানা পিলার থাকা সত্বেও তা না গেরে উদাসী মনোভাব প্রদর্শন করে।  থমকে যাওয়া কাজ দেখে যাদেরকে উচ্ছেদ করা হয়েছিলো তাদের অনেকেই পুনরায় সেখানে টিনের ঘর তুলে দখল নিচ্ছেন। হতাশ পাবনাবাসীর হৃদয়ে এখন ইছামতি ব্যাথা। পাবনাবাসী অনেকেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের উচিৎ সীমানা নির্ধারণ করে পিলার গেরে নদীর জায়গা বুঝিয়ে দেওয়া। অন্যথায় ভাঙ্গা এবং পুনঃ দখল এভাবে চলতেই থাকবে।  পাবনাবাসীর প্রাণের দাবি ইছামতি নদী উদ্ধার আর হবে না।   শুধু দখলই নয় রূপকথা সিনেমা হলের গলির ব্রীজের উপর অবৈধভাবে মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করছেন। বিক্রি শেষে মাছের পেটি, মাছের আঁশ, কাটা, নারী-ভুড়িসহ যাবতীয় বর্জ্য ব্রিজ থেকে নিচে নদীর ঠিক মাঝখানে ফেলে এখন ময়লা ফেলার খালে পরিণত করেছে।