লেবাননে মানব পাচারকারী চক্রের মূলহোতা নূরনবীকে গ্রেফতার

ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকা থেকে লেবাননে মানব পাচারকারী চক্রের মূলহোতা নূরনবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।
রাজধানীর খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্প এলাকা হতে লেবাননে মানব পাচারকারী চক্রের মূলহোতা ১। নূরনবী (৬৩), পিতা-মৃত আক্তারুজ্জামান, সাং-মধ্য কেরোয়া, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুরকে ১৪/১২/২০২২ তারিখ ১৯৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

তিনি আরও জানান, ধৃত আসামী জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্বেও ভ‚য়া ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকুরী প্রত্যাশী বেকার যুবকদের নিকট হতে লেবাননে উচ্চ বেতনে চাকুরী, থাকা খাওয়া ফ্রী এবং নানাবিধ সুবিধাসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও লেবাননে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে নির্যাতন চালানো, প্রাণনাশের হুমকি দিয়ে নানা অনৈতিক কর্মকান্ডসহ মুক্তিপণ আদায় করত।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।