সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আকস্মিক এক অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় শহরের ঠনঠনিয়া এলাকায় সাইক জেনারেল হাসপাতালে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বেসরকারি সাইক জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এ ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।