শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : “‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ডিসেম্বর রবিবার বিকেলে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনগনের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, জেলা পরিষদ সদস্য মাহমুদুল হাসান মুক্তা, খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি আব্দুল খালেক প্রমুখ। 

এসময় অতিরিক্ত পুলিশ  আবু বকর সিদ্দিক সুপার (প্রশাসন),  মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।