লিপস্টিক লাগানোর আগে ও পরে

অনেকেই লিপস্টিক লাগানোর পর ঠোঁটে অনেকক্ষণ রাখতে পারেন না। অধিকাংশ সময় লিপস্টিক ঠোঁটে লেপ্টে যায়। এমন সমস্যা প্রায় সবার ক্ষেত্রেই হয়। কিন্তু কিছু টিপস অনুসরণ করলে এই সমস্যা থেকে ঠিকই নিস্তার মিলবে: 

লিপস্টিক দীর্ঘস্থায়ী করার জন্য ঠোঁট নরম রাখতে হবে। সেজন্য লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম লাগিয়ে নিন। লিপবাম লাগানোর কয়েক সেকেন্ড পর টিস্যু দিয়ে আলতো চেপে বাড়তি বাম মুছে নিতে হবে। এবার লিপস্টিক লাগালে দীর্ঘস্থায়ী হবে।

লিপস্টিক

অনেকেই অভিযোগ করেন লিপস্টিকের রঙ ঠিকঠাক পাচ্ছেন না। সেক্ষেত্রে ঠোঁটে লিপবাম লাগানোর কিছুক্ষণ পর একটু প্রাইমার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন।
ব্যবহারের আগে ঠোঁটের চারপাশে সামান্য লুজ পাওডার লাগান। লুজ পাওডার ব্যবহার করলে লিপস্টিক সহজে ছড়িয়ে যাবে না।

লিপস্টিক

তুলার প্যাডে নারকেল তেল নিয়ে ঠোঁটে আলতোভাবে মাস্যাজ করুন। কিছুক্ষণ পর ফেসওয়াশ দিয়ে ধুয়ে লিপবাম লাগালেই পুরোনো লিপস্টিকের দাগ উঠে যাবে।
ঠোঁট কোমল করার জন্য রাতে শোবার আগে ঠোঁট স্ক্রাবিং করতে হবে।