এনামুল হক টগর
শ্রাবণ মেঘের বৃষ্টি ঝরা এক ক্লান্ত দুপুরে,
তুমি ঘুমিয়ে পড়লে বরযখ জগত নতুন পৃথিবী নীড়ে।
তোমার নূহাস পল্লীর উদ্যান আজ নিরব বিরহ বিচ্ছেদের যাতনায় করে ক্রন্দন।
মৃত্যুর স্বাদ নিয়ে বেহালার সুর তোলে পরপারের ঠিকানায় অন্বেষণ।
অমৃত যৌবন ভরা আসমানের দিকে দিকে পুষ্প সৌরভ প্রেমে দিওয়ানা জীবন!
তোমার উপন্যাস আর গল্পগুলো ভাববাদ হয়ে ওঠে মরমী চেতনা।
সময়ের পরিবর্তনে তোমার কীর্তি জীবন্ত চৈতন্যে কিন্তু তুমি আর ফিরে আসবে না,
কিছুক্ষণ পরেই হয়তো তোমার প্রিয় নূহাস বাগিচায় অনাগত চাঁদ জেগে উঠবে নতুন।
অক্লান্ত আসমান ওই দূর দিগন্ত ভালোবাসার প্রান্তরে জ্যোৎস্নারা জেগে উঠবে নিপুণ।
ঠিক যেন সূর্যের প্রতিফলিত আলো নূহাস পল্লীরকে চেতনা দেবে উজ্জীবিত সকাল।
সোনালী শস্যের সুগন্ধে নতুন বাউল গান গাইবে তরুণ কবি কবিতা লিখবে দেহতত্ত্ব প্রেমে সরল।
তোমার প্রিয়তম জন্মভূমি,তোমার প্রিয়তম মাতৃভূমি স্নেহে সমারোহ হবে উজ্জ্বল!
অথৈই নদীর বুকে মাঝিরা জারি শারি গান গাইবে,ছুটে যাবে দূর উজান পেরিয়ে-
তাঁরা জানবে তুমি এখন অতীত ইতিহাস ও মহাকালের চৈতন্য জ্ঞানে উদয়।
জমিনে তোমার দেহ ও শিরা উপশিরাগুলো মিশে থাকবে দেশপ্রেমে অক্ষয়!
হুমায়ূন হুমায়ূন বলে ডাকবে মধুর প্রেমে ও ভালোবাসার অভিজ্ঞতা বিশোধন পরিচয়।
এই বাংলা মাটির পথে পথে হেঁটে যাবে তোমার প্রিয় পাঠকরা মিছিল সাম্যের-
তোমার লিখা সুন্দর উপন্যাস ও গল্পগুলো বুকে নিয়ে নতুন সমাজ হবে সংস্কার।
এক সূর্য কিরণ সদ্য সোনালী সকালের খোঁজে সুষমবণ্টন দাবি আদায়ে অধিকার।
জীবনের ব্যথিত প্রহর তবু শেষ হবে না চলতেই থাকবে অনাদি কর্ম দীপ্তকর!
গোধূূলীর অনাগত আঁধার এসে জীবনকে প্রশ্ন করবে বাস্তবতা কতদূর-
সময়ের গতিতে নক্ষত্রগুলো জেগে উঠবে মহাকালের গৌরবে আলো আর আঁধার!
মাঝে মাঝে বৈচিত্র্যময় মেঘগুলো উড়ে যাবে বর্ষার ঝড় তুফান অবিরাম স্রোত-
পুনরায় জীবনগুলো তোমার কাছে ফিরে আসবে নতুন প্রেম সংস্কার নীতি।
স্বদেশের পথে পথে মিছিলে মিছিলে সমাজ সংস্কার শ্লোগান সংগ্ৰাম প্রগতি।
গ্ৰাম ও নগরের উদ্যানে ফুলগুলো ফুটে উঠবে সুবাস সৌরভ চন্দনে প্রীতি।
প্রিয়তম রমণী তোমার বিচ্ছেদে নির্বাক চেয়ে থাকবে আশা ও বাসনার প্রতিক্ষায়।
বিরহ সন্ধ্যাতারারা ক্লান্ত পথে পথে তোমাকে খোঁজবে বিচ্ছেদে ব্যথায়।
মাটির বুক জুড়ে শ্রবণের সরব নদী কাঁন্না দহন যন্ত্রণার বেদনায় ব্যাকুল।
সে বিরহ প্রেমে বাউল মাঝিরা উজানের স্রোতে গান গাই বিরহের পুরনো স্মৃতি,
দীর্ঘ সময় দীর্ঘ জীবন দীর্ঘ বেলা শেষে বিচ্ছেদের অনলে মরমী জীবন মিনতি।
মাঠের কৃষাণ কৃষাণী তোমার ইতিহাস বপন করবে ভূমির শস্য স্বপ্ন প্রান্তরে।
তোমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় মানুষের প্রেমে জেগে উঠবে নতুন সংসারে।
কদম ফুলের ভালোবাসা ও সুন্দর প্রকৃতির কাছে তুমি হবে সুন্দর আর্দশ গৌরব।
তুমি ঘুমিয়ে আছো ওই লিচু বাগানের শান্ত ছায়ার নিচে দীপ্ত প্রেমে সজিব।
পাশেই লেবু ফুল থেকে ভালোবাসার গন্ধ ভেসে আসবে সুন্দর সৌরভ।
বিস্ময় ঝাঁক ঝাঁক পাখিগুলো উড়ে যায় বৈচিত্র্যময় আকাশ কোলাহলে আজব।
তোমার গল্প উপন্যাস ও গানের সুরে সুরে জীবনেগুলো জেগে ওঠে মাধুর্যপূর্ণ দীপ্ত সকাল।
নুহাস বনের দোপাটি ফুলের বুকে তোমার লেখাগুলো স্বপ্ন দেখে নতুন আলোতে বিদগ্ধ।
সে আলোয় তোমার ফেলে যাওয়া জীবন স্মৃতিগুলো জেগে ওঠে কর্ম নিপুণ জীবন্ত।
মধুর প্রেমভরা নূহাস পল্লীতে তুমি জেগে আছো আশার স্বপ্ন ও বাসনা ভরা ইতিহাসে।
এই সুন্দর অরণ্য প্রকৃতির মাঝে তুমি বেঁচে থাকো তোমার গল্প উপন্যাসগুলো ভালোবাসায় বেঁচে থাক জ্ঞান অশেষ।
১৩/১১/২০২২