সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় ৫০ লিটার চোলাই মদসহ রায়হান রুনু সরকার (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব৷ সোমবার দুপুর দেড়টার দিকে সাতমাথা বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রায়হান রুনু এরুলিয়া ইউনিয়নের আব্দুর রহমানে ছেলে।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে। র্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথা বিআরটিসি বাস ডিপোর সামনে অভিযান চালায় র্যাব। এসময় রায়হানকে আটক করে তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।