জাতীয় উদ্যানের ডাকাতির ঘটনায় ১৩টি মোবাইল ও ৭ ডাকাত গ্রেফতার ঃ পুলিশের সংবাদ সম্মেলন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে পরপর ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ ৫৩ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন। আজ ১৮ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, ডাকাতির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লুন্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩ টি মোবাইল উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে কয়েকটি জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বশির আহমেদ (৩৫), মো: আবুল হোসেন(৩৫), কইনুল ইসলাম(২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া(৩০), আব্দুল মালিক(২৮) ও আরিফ মিয়া (৪২)। এদের মধ্যে মূলহোতা বশির আহমেদ ও মো: আবুল হোসেনকে ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত ডাকাত সবুজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে। ডাকাত দলে মোট ১৫ জন সদস্য রয়েছে বলেও জানানো হয়। তারা সবাই রোড ডাকাতিতে জড়িত। গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুরে ডাকাতির সাথে জড়িত ছিল বলেও স্বীকার করে গ্রেফতারকৃতরা। উল্লেখ্য- লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত মাস ও তার আগে পর পর একাধিকবার গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস প্রাইভেট কার থামিয়ে হাত-পা বেঁধে যাত্রীদের ও চালকদের জখম ও হাত-পা বেঁধে ভয়-ভিতি দেখিয়ে ডাকাতি সংগঠিত হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন), জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, অত্র ডাকাতি মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক।