যশোর সীমান্ত হতে সাড়ে ১২কেজি ওজনের ১০৬টি স্বর্ণের বার সহ ০১ জনকে আটক করেছে বিজিবি

ইয়ানূর রহমান : আজ দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে হাবিলদার মোঃ নুর আলম মিয়া এর নেতৃত্বে
ঝিকরগাছার ব্যাঙদা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাঙদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে একজন সন্দেহভাজন বাই-সাইকেল আরোহী চৌগাছা থানার বড় কাবিলপুর গ্রামের সাজু আহম্মেদ (২০)কে
আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশী করে তার শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১০৬ (একশত ছয়) টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য দশ কোটি টাকা।

আটককৃত স্বর্ণ এবং ব্যবহৃত মোবাইল এর সিজার মূল্য দশ কোটি দশ হাজার টাকা। আটককৃত আসামী, স্বর্ণ এবং অন্যান্য মালামাল ঝিকরগাছা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#