ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে ১৫শ’ কৃষক-কৃষাণী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। শনিবার (১৭ মে) উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর জোয়ার্দার মৎস্য খামারে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে ও জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগ এবং পজেটিভ প্লাস ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে কৃষক-কৃষাণীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান, রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান হাবিব, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের স্বাস্থ্য অনুষদের ডিন ড. মনোয়ারুল ইসলাম, পজেটিভ প্লাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডাঃ হোসাইন মো. আল আমিন। সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। পরে বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিরা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কৃষকদের ২৬ দফা দাবি সম্বলিত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা। কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব ওরফে লিচু কিতাব সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন স্বর্ণপদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ, দেশসেরা পাঠচাষি এনামুল ইসলাম, মৎস্য চাষি আবু তালেব জোয়ার্দার প্রমূখ।