পাকিস্তান সুপার লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সাকিব

ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিষেধাজ্ঞার কারণে ড্রাফটে দল না পেলেও টুর্নামেন্টের মধ্যপথে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। গতকাল পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিবকে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লাহোর কালান্দার্স। সেই ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’ মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিব আল হাসানকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে সাকিব আল হাসানকে নিয়ে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেছেন, ‘সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে আমরা রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে। তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে, সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।’

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্স। যার মধ্যে চারটি জয় এবং চারটি হার দলটির। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। নিজেদের দশ নম্বর ম্যাচে আজ রাত ৯টায় পেশোয়ার জালমিলের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। এই ম্যাচের মধ্য দিয়ে ছয় মাস পর আবারও মাঠের খেলায় ফিরছেন এই টাইগার অলরাউন্ডার।