মৌলভীবাজার প্রতিনিধি : জুড়িতে খাল কেটে আবাদি জমির উপওে অতিরিক্ত মাটি ফেলে ধান্য ফসলের জমি নষ্ট, পানি নিস্কাসনের ব্যবস্থা না রাখিয়া প্রায় কাজের অর্ধেক কাজ রেখে দিয়ে জনদুর্ভোগের অভিযোগে জুড়ী এলজিডি উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন, ৬নং সাগরনাল ইউনিয়ন এর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো: রাকিব আলী। গত ২৮ এপ্রিল দায়েরকৃত লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- বরইতলী সাগরনাল সমাই খালের আংশিক কাজের জায়গায় মাটি ভরাট রাখিয়া, ছড়ার গভীরতা না করিয়া, যাতায়াতের ব্যবস্থা কোন জায়গায় বেশি, কোন জায়গায় না করিয়া, ধানী ফসলের জমি নষ্ট করে, পানি নিস্কাসনের ব্যবস্থা না রাখিয়া, প্রায় কাজের অর্ধেক বাকী রেখে বরইতলী গ্রামের মো: ফখর উদ্দিন মাষ্টার,মানিক মিয়া, আলীপুর গ্রামের শাহিন মিয়া, দক্ষিণ বড়হর এলাকার সালাম চৌধুরীগংদের অধিনে উক্ত কাজ চালিয়ে যান। এসব অসম্পর্ন কাজের ব্যপারে বিভিন্ন গ্রামের গন্যমান্য লোকজন যোগাযোগ করলেও উক্ত অসম্পর্ন কাজের সমাধান না হওয়ার কারণে জন ভোগান্তি দেখা দেয়।
