শাল্লায় হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে সংখ্যালঘু পরিবার ও মন্দিরে হামলা ও লুটপাঠের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বাসিয়া সেতুর উপর সোমবার দুপুরে উপজেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সিলেট, বিশ্বনাথ জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদ, বিশ্বনাথ রাধাগোবিন্দ যুব সংঘের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ব্যাপক অবদান থাকার পরও সংখ্যালঘুরা আজও এদেশে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেন না। শাল্লার হামলার ঘটনা এরই আরেকটি উল্লেখ্যযোগ্য প্রমাণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলেও বার বার এদেশে সংখ্যালঘুদের উপর হামলা করা উগ্রবাদীদের সঠিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করা হচ্ছে না। সংখ্যালঘুরা তো আর এদেশে বানের পানিতে উড়ে এসে জুড়ে বসবাস করছেন না। আমাদের দেশেই আমরা বসবাস করছি। তাই দেশের সর্বত্র সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি রণজিৎ গোস্বামীর সভাপতিত্বে ও সহ সভাপতি বাবুল কান্তি দাশ মেঘলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সিলেট বিভাগীয় সম্বন্বয়কারী রমা কান্ত দে, বিশ্বনাথ জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদের মহাসচিব অজিত দেব, উপজেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি বাবুল কান্তি দাশ, শংকর দাশ, সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক প্রভাত পাল, সঞ্জিত পুরকায়স্থ, সহ সাংগঠনিক সম্পাদক বিজন চন্দ্র দাশ, উপজেলা যুব মহাজোটের সভাপতি শংকর জ্যোতি দে, সহ সভাপতি বিবেকানন্দ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রিপন দাশ, বিশ্বনাথ রাধাগোবিন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক পুলক সিংহ।