জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের ঘোষিত টানা ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাতে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে একর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাস শংকু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা সায়েদ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিরেন্দ্র কর, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বেগম বিবি, প্রচার সম্পাদক লাবলী দেব, মহিলী আওয়ামী লীগ নেত্রী মর্তুজা বেগম, সাফিয়া বেগম, রিনা বৈদ্য, কাছা মালা, সোনা মালা, জায়দা খাতুন, লালবি, মারজিয়া, রাজনা, শাহেরা, মালেকা, রিমনী, খালেদা বেগম, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, সাইদুর রহমান প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।