সংকটে,উন্নয়নে,মানবিকতায় একটি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ———- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সংকটে,উন্নয়নে,মানবিকতায় একটি নাম,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামীলীগ একটি সৃষ্টিশীল,পোড় খাওয়,গণমানুষের দল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ মালয়েশিয়া,সিংগাপুর,দক্ষিণ কোরিয়ার মত দেশ হয়ে যেত। এখন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অচিরেই মালয়েশিয়া,সিংগাপুর,দক্ষিণ কোরিয়ার মত উন্নত দেশে পরিণত হব,ইনশাল্লাহ। বুধবার পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ১০/১২ বছর আগে বিদেশে যাওয়া বাংলাদেশের কেউ দেশে ফিরে ঢাকার বিমান বন্দরে নামলে ভাবে এ আবার কোন দেশ এ কী মালয়েশিয়া নাকি সিংগাপুর? গ্রামে গিয়ে ভাবে এ কী ঢাকা নাকি রাজশাহী? এখন বাংলাদেশের আকাশ থেকে দেখেও কোথাও কোন কুঁড়ে ঘর দেখা যাবে না। এটার নামই শেখ হাসিনার বাংলাদেশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি,আহমেদ ফিরোজ কবীর এমপি,পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল,সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি,নুরুজ্জামান বিশ্বাস এমপি,নাদিরা পারভীন জলি এমপি,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম, মেরিনা জামান কবিতা প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের নিয়ে নেতৃবৃন্দ বৈঠক করে সমঝোতায় পৌছাতে না পেরে কমিটি পরে ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ চলে যান।