মধ্যনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ক্ষুদ্রনৃগোষ্ঠীর মাঝে নগত টাকা,শাড়ি লঙ্গী ও ছাগল বিতরণ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান বিল্লাল হোসেন এর উপস্থিতিতে ২০ জন ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠী ভুক্তভোগীর মাঝে নগত টাকা, শাড়ি, লঙ্গি,ছাগল বিতরণ করেন ধর্মপাশা উপজেলার সমাজসেবা অফিসার গিয়াসউদ্দিন। ক্ষুদ্রনৃগোষ্ঠীর মাঝে নগত টাকা,শাড়ি,লঙ্গী ও ছাগল বিতরণ করেন এবং তিনি বলেন,এ বিতরণ জনবান্ধব ও মানবতার জননী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদান, তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ধর্মপাশা উপজেলা সমাজসেবা অফিসার গিয়াসউদ্দিন নিউজ টেন টি ভি কে জানান,পাওয়ার যোগ্য এমন ভুক্তভোগীর তালিকা আমি নিজে সরজমিন ঘোরে পরর্দশন করে ভুক্তভোগীর তালিকা ছোরান্ত করেছি।  মঙ্গলবার দুপুর ২ টার সময় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অজ্ঞাত উৎস থেকে ৫ জন ভুক্তভোগীকে শাড়ি লঙ্গি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে ১৩ জনকে প্রতিজনকে চার হাজার টাকা করে ও ভক্ষুক পূনর্বাসন তহবিল থেকে ২ জনকে ছাগল দিয়ে সহায়তা করেছেন।। এসময় উপস্থিত ছিলেন নিউজ টেন টি ভি ‘র’ বিশেষ প্রতিনিধি এম এ মান্নান ও পরিষদের সদস্য বৃন্দ।