বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারী) দুপুরে পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অফিস চাটমোহর পাবনার আয়োজনে টমেটো ও বারি সরিষা-১৮ এর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৫৬ জন কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে স্থাপিত প্রদর্শনীতে অতিরিক্ত ও নিরাপদ ফসল উৎপাদন করার কলা কৌশল সম্পর্কে আলোকপাত করেন তিনি।
কৃষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল ইমরানের সঞ্চালনায় এ মাঠ দিবসে অপর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, সাংবাদিক ইকবাল কবীর রনজু, উপসহকারি কৃষি কর্মকর্তা সীমা খাতুন, কৃষক রাসেদুল ইসলাম, আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।