কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ৭/৮/৯ নং ওয়ার্ডের পরিবর্তনের ডাক দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদ প্রার্থী শ্যামলী রাণী তার ওয়ার্ড এলাকায় ব্যাপক ভাবে জনসংযোগ শুরু করেছেন। এলাকায় প্রধান সমস্যা পানির অভাব উল্লেখ করে শ্যামলী রাণী সাধারণ ভোটারদের আস্বস্ত করেন নির্বাচনি ইশতেহারে যে ভাবে বলেছেন- তিনি নির্বাচিত হলে প্রতিটি মানুষের ওয়াদা তিনি পূরণ করবেন। তিনি সকলের নিকট দোয়া সমর্থন ও প্রার্থনা করেন এবং সুখে দুঃখে এলাকার সাধারণ জনগণের সাথে থাকার অঙ্গীকার করেন। তিনি স্বাধীনতা নারী শক্তির প্রার্থী হিসাবে দাবী করেন। শ্যামলী রাণী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষে আমাকে ভোট প্রার্থনা করেন। শ্যামলী রাণী মানবিক কাজের পাশাপাশি সমাজ উন্নয়নে নারীর অংশীদারিত্ব নিশ্চিতকরণে সৎ, যোগ্য প্রার্থী দেখে ভোট দেয়ার আহব্বান জানান। তিনি ইতিমধ্যে কুশোডাঙ্গা ইউনিয়নের ব্র্যাকের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি নতুন মুখের প্রার্থী হিসাবে এবার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল-কলাটুপি-৭, মেহমানপুর-উত্তর রায়টা-৮ ও দক্ষিণ রায়টা-৯ নং ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। তার স্বামী পীষুষ কুমার একজন জনদরদী সমাজ সেবক তিনি এলাকায় নিরলস ভাবে ডাক্তারি সেবা দিয়ে যাচ্ছে। এই নতুন মুখের প্রার্থী শ্যামলী রাণী বলেন-আধুনিক সমাজ গড়ায় প্রত্যায় নিয়ে তিনি এলাকার জনগণের কথা ভেবে এবং সমর্থন নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন।