বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

পাবনার ভাঙ্গুড়ায় যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়ে লেখা একটি পোস্টার নিজের ফেসবুকে পোস্ট দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রাজিব ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। পেশায় তিনি পিকআপ চালক।

বুধবার (২৬ মার্চ) রাতে রাজিব তার ফেসবুক পোস্টের পোস্টারে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ এই পোস্টের পর থেকেই নিজ দলের নেতাকর্মীসহ অনেকে তাকে তীব্র সমালোচনা করেন। অনেকে তাকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে কটাক্ষ করেছেন। তবে সমালোচনার পরও তিনি তার পোস্টটি দীর্ঘ সময় ফেসবুক থেকে সরাননি।

রাজিবের রাজনৈতিক জীবনে নানা বিতর্ক রয়েছে। কিছুদিন আগে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল বিএনপির নেতারাই। অভিযোগ রয়েছে, বিভিন্ন তদবির ও সালিশ বাণিজ্যের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন। পেশায় পিকআপ চালক হলেও তিনি রাজনীতিতেই বেশি সময় দেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, এটা অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটারের দোকান থেকে ভুল হয়েছে। বিষয়টি নিয়ে তিনি নিজেও বিব্রত বলে জানান।

ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই। যদি এমন করে থাকে তার বিষয়ে সাংগাঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পাবনা জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার থেকেই শুনলাম। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।