ইয়ানূর রহমান : চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আসিফ-উদ-দৌলা ওরফে অলোক সরদার (৫৭)। বৃহস্পতিবার (১৫ মে-২৫)
বিকেল ৫টার সময় তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধান অবস্থায়
মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোর জেলার শার্শা উপজেলার নাভারন সর্দার বারিপোতা গ্রামের
সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মৃত মমিন উদ্দিন ওরফে বিচ্চু সরদার ছিলেন নাভারন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী। তিনি বাল্যকাল থেকে
তার নানা যশোর-১, শার্শা আসনের টানা ৪বারের নির্বাচিত সৎ ও আদর্শবান সংসদ
সদস্য মৃত তবিবুর রহমানের সংস্পর্শে থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে
ওতপ্রতভাবে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কণ্যা
সন্তান রেখেগেছেন। মরহুমের পরিবারের সদস্য বাদল সরদার জানিয়েছেন, অলোক
সরদার ছিলেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা। আওয়ামীলীগ রাজনীতির সাথে তার
ছিলো অবাধ বিচরণ। তিনি অন্যায়কে কখনও প্রশ্রয় দেননি। সততার সহিত রাজনৈতিক
অঙ্গণে থেকে দলমত নির্বিশেষে মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট
রেখেছিলেন। সকল মানুষের সুখ-দুখে পাশে থেকেছেন। তার এই মৃত্যুর খবরে
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও জানান, মরহুমের লাশ ঢাকা থেকে এলাকায় ফিরে আসলে রাত ৯টার পরে
নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল প্রাঙ্গণে ১ম যানাযা অনুষ্ঠিত হয়ে
গ্রামের বাড়ি সর্দার বারিপোতায় ২য় যানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন
সম্পন্ন হওয়ার কথা।
এলাকাবাসী জানান, মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত দলমত নির্বিশেষে অলোক
সরদার ছিলেন এলাকাবাসীর চোখের মণি। তিনি ছিলেন সদা হাস্যজ¦ল, মিষ্টভাষী ও
সফল ব্যবসায়ী। ২০০০ সাল পূর্ববর্তী সময়ে তিনি দীর্ঘদিন যাবত পরিচ্ছন্নতার
সহিত বাংলা বাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে দলমত
নির্বিশেষে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, প্রতিষ্ঠানিক ও
সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সূধীবৃন্দরা শোক ও শোকাহত পরিবারে সাথে
সমবেদনা জ্ঞাপণ করেছেন। একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।#
