ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে নিন্ম আয়ের মানুষদের স্বল্প মুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ ক্রয়ের সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে ‘সুলভ বাজার’ উদ্বোধন করা হয়েছে। এই বাজারে ২০০ গ্রাম মাংস, এক পিস ডিম এবং এক টুকরা মাছও কেনা যাবে।
বৃহস্পতিবার (১৫মে) বিকেল ৫টায় পৌরশহরের কাচারিপাড়া এলাকায় ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহেদী হাসানের মাতা হেলেনা সামাদ।
স্বত্বাধিকারী মেহেদী হাসান এসময় বলেন, মানুষ ইচ্ছা করলেই দামের কারণে বড় আকারের এক কেজি মাছ কিনতে পারেন না। আবার এক কেজি গরু বা খাসির মাংসও কিনতে পারেন না। অনেকের একটি ব্রয়লার মুরগি কেনারও সামর্থ্য নেই। সেসব পরিবারের কথা বিবেচনা করে এক টুকরা মাছ, ২০০ গ্রাম পর্যন্ত মাংস সুলভ বাজারে বিক্রি করা হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী আরও বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য আকাশচুম্বি। নিন্মআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বড় মাছ কিংবা মাংস খাওয়াটা অনেকটা স্বপ্নের মতো হয়ে উঠেছে। আবার অসুস্থ্য হলেও ওষুধ সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ওষুধ কিনতে পারেন না। এসব বিবেচনা করেই বিশেষ পদ্ধতিতে এসব পরিবারগুলোকে সুলভ মুল্যে খাদ্য সামগ্রি, শিশু খাদ্য ও ওষুধ পত্র তুলে দিতে অনেকটা সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে সুলভ বাজার কাজ করবে। আশা করি সুলভ বাজারের মাধ্যমে আমি মানুষের সেবা করতে সক্ষম হবো।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, মাওলানা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। ##