বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান যুবলীগ নেতা বুলবুল আহমেদ। রোববার রাতে জোনাইল এমএল উচ্চ বিদ্যালয় মাঠে জোনাইল জান্নাতুল বাকী কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বুলবুল আহমেদ জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চামটা ঈদগাহ মাঠ ও চামটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিসাবে দায়িত্বপালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। তার পিতা আলিম উদ্দিন মোল্লা আওয়ামীলীগের প্রতিষ্ঠা কালে ১৯৫৪ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত এবং দেশ স্বাধীনের পর ১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করেছেন এবং তিনি ১৯৭৭ সালে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন। বর্তমানে যুবলীগ নেতা বুলবুল আহমেদ দলীয় কর্মকান্ডের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করছেন। বিভিন্ন মসজিদ-মাদরাসায় অনুদান, শীতবস্ত্র বিতরণ, করোনাকালে মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন।
যুবলীগ নেতা বুলবুল আহমেদ বলেন, সাধারণ মানুষের সেবা করে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। এ কারণেই আমি আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। দলীয় হাইকমান্ড যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।