নাটোরে নর্দান ইলেকাট্রসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের মিটার রিডার ও বিল বিতরণকারী পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে । রোববার সকালে শহরের আলাইপুরে নেসকো কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্টিত হয় । মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আতাউর রহমান , সাধারণ সম্পাদক মনিরুল হক মনি ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন , দপ্তর সম্পাদক ওমর ফারুক । বক্তরা বলেন , নেসকোর এমডি গত বছরের ২৩ আক্টোবর কথা দিয়েছিলেন পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ী করা হবে কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তা করা হয়নি । ফলে গত ২৩ জানুয়ারী থেকে পিচরেট কর্মচারীরা অনিদিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে । চাকরি স্থায়ী করা না পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন । মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ।