স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালো এইচটিআই

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৫ তারিখ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)। সকাল ৬:৩০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে এইচটিআই এর সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজ করেন যা সকলের দৃৃষ্টি কাড়ে। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিস সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এসময় সংগঠনের সভাপতি নাহিদ, উপদেষ্টা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী জনাব আলিফ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন, উজ্জল আলী, সংগঠনের সদস্য, সাইফ, মাহিম, ফারিয়া, মৃদুলাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজানও তাদের সাথে যোগ দেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিলো মুক্তিযুদ্ধের। সেজন্য দিনটিকে বাঙালিরা প্রতিবছর শ্রদ্ধার সাথে স্মরণ করে।