বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার সহধর্মিণী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিসহ ত্যাগী নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে রোববার নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীকোল বাজারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম কানন, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা ও বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাত বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম অভিযোগ করেন, দলে অনুপ্রবেশকারী একটি চক্র নাটোর জেলা বিএনপির ঐক্য ও সুনাম বিনষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন। এ জন্য তারা দুলু পরিবারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার শুরু করেছেন। এসব ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে রুখে দেয়া হবে। বক্তারা আরো বলেন, নাটোরের বিএনপি দুলু’র হাতে গড়া। তাকে বাদ দিয়ে নাটোরে বিএনপির কোন অস্তিত্ত্ব নেই। তাই দু:সময়ের কান্ডারী দুলুকে নিয়ে অপপ্রচার বন্ধের দাবি জানান তারা। অন্যথায় এ চক্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তারা।
