আমন্ত্রণ পেয়েও ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। অন্যদিকে, স্পেন সরকার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। তবে বহুপক্ষীয় দুটি ফোরামে যোগ না দেওয়ায় ফ্রান্স ও স্পেন সফর করা হচ্ছে না সরকারপ্রধানের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হবে তৃতীয় ওশেন কনফারেন্স। কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে ফ্রান্স ও কোস্টারিকা। কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কনফারেন্সে যোগ দেবেন না প্রধান উপদেষ্টা। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

এদিকে, স্পেনে আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। স্পেন সরকার ওই কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টাকে। তবে আমন্ত্রণ পেলেও কনফারেন্সে যোগ দিচ্ছেন না প্রধান উপদেষ্টা। কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে বাংলাদেশ। আশা করা হচ্ছে, কনফারেন্সে যাবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল।

ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে সেই সফরগুলোতে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে বাংলাদেশ। তবে ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সের যাওয়া তো ঠিক হবে না।

স্পেন সফর নিয়ে আরেক কর্মকর্তা জানান, স্পেন সফরে যাবেন না প্রধান উপদেষ্টা। ইআরডি থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাওয়ার কথা শুনতেছি।
সুত্র : ইত্তেফাক