সুন্দরগঞ্জ পৌর নিবার্চন- জমে উঠেছে প্রচারণা পোষ্টারে ছেঁয়ে গেছে শহর

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আগামী ১৬ জানুয়ারী নির্বাচন। আর মাত্র ৯দিন বাকী রয়েছে নির্বাচনের। মাঝামাঝি সময়ে এসে প্রচার-প্রচারণায় জমে উঠেছে গোটা শহর। সেই সাথে পোষ্টারে ছেঁয়ে গেছে অলিগলি। আসন্ন নিবার্চনে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভায় ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩২জন। মেয়র পদে মো. আব্দুল্লাহ আল মামুন (নৌকা), মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল), দেবাশীষ কুমার সাহা (মোবাইল ফোন), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (ধানের শীষ), মো. খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), মো. আল শাহাদৎ জামান (জগ), মো. গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) মার্কা নিয়ে নিবার্চন করছেন। বিভিন ওয়ার্ড ঘুরে ফিরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে মেয়র পদে আ’লীগ বিদ্রোহী প্রার্থী খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), জাতীয় পাটির আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল), এনডিএম পাটির মো. গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) এবং আ’লীগ প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন (নৌকা) সমান অবস্থান বিরাজ করছে। মেয়র পদে চারমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে কাউন্সিলর প্রার্থীগণ নিজের অবস্থান ধরে রাখার জন্য আদাজল খেয়ে উঠেপড়ে লেগেছে ভোটারদের মন জয় করতে। রাত জেগে এলাকা ভিত্তিক স্ব-স্ব প্রার্থীর ভোটার ও সর্মথকরা । নিবার্চন অফিস সূত্রে জানা গেছেু পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের  ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।