বাড়ির পাশে পদ্ম পুকুর বহু তার জল,
রবির কিরণ লেগে জল; করে ঝলমল।
চারিদিকে গাছগাছালির ছায়া জলে পড়ে,
সকাল সন্ধ্যা হাঁসগুলো কোলাহল করে।
সারি সারি কাঠ সাজিয়ে ঘাট বাঁধানো হয়,
বৌ-ঝিয়েরা ঘাটে এসে আছড়ে কাপড় ধোয়,
পানকৌড়ি ভেসে ভেসে জলে দেয় ডুব,
মস্ত পুকুর ঘিরে সাজানো আছে বহু রূপ।
একধারে মহিষ; জলে গা ডুবিয়ে থাকে,
অন্য ধারে শোল পোনা ভাসে ঝাঁকে ঝাঁকে।
মাঝে মাঝে ভেসে বেড়ায় বড়ো বড়ো মাছ,
মাছরাঙা ঠোঁটে মাছ তুলে খুঁজে ফেরে গাছ।
বর্ষায় পুকুরের টইটুম্বুর জল উপচে পড়ে,
জাল দিয়ে মাছ ধরে আনে খোলাই ভরে।
সে পুকুরের পূর্ব পাশে ভানু উঠার দিক,
পশ্চিম পাশে বেলা শেষে ডুবে বরি ঠিক।
অপরূপ সৌন্দর্য্য খেলা সারা পুকুর জুড়ে,
আপন নয়নে মাধুরী মিশিয়ে দেখি ঘুরে ঘুরে।