নাটোরে পদ্মা নদীতে ১১ কেজির আইড় মাছ ধরা

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়ছে ১১ কেজি ওজনের ১টি আইড় মাছ। মাছটি লালপুর বাজারে বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। বুধবার ভোরে পদ্মা নদীর রাইটা পাথরঘাটা এলাকায় মাছটি জেলে জালে ধরা পড়ে।

পরে সকালে লালপুর পাইকারী মাছ বাজারের আড়তদার ফুরকানের আড়তে মাছটি নিয়ে আসেন জেলে লিটন আলী। এ সময় বিপুল পরিমাণ উৎসুক মানুষ মাছটি দেখতে ভীড় করেন। পরে দামাদামি পর মাছের আড়তে ১১ কেজি ওজনের মাছটি ১১শ ৮০ কেজি টাকা দরে বিক্রি হয়। মাছটি ১২ হাজার টাকায় মাছ ব্যবসায়ী আছিরুল কিনে নেন। পরে সেটি পাশ্ববর্তী জেলা পাবনার ঈশ্বরদী বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এবার প্রায় দিনই ৪-৫ কেজি ওজনের আইড় মাছসহ বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। তবে মাঝে মধ্যেই এমন বৃহদাকৃতির মাছও ধরা পড়ছে বলে জানান জেলেরা।