চাটমোহর পৌর নির্বাচনে ৪৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

চাটমোহর (পাবনা) সংবাদদাতা
আগামি ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ৪৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নির্বাচনে মেয়র পদে চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো পেয়েছেন নৌকা প্রতীক। ধানের শীষ প্রতীক পেয়েছেন চাটমোহর পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ। এ ছাড়া বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান ও এ্যাড.সাইদুল ইসলাম চেীধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, আরতী রানী দাস, শিল্পী আকতার, পিয়ানুর বিশ্বাস, শিরীন আকতার, আকলিমা খাতুন আখি, জাহানারা পারভীন, সৈয়দা ওয়াহিদা ফেরদৌসী, আলেফা খাতুন, সাবিত্রী রানী দাস, জাহানারা বেগম, আনোয়ারা খাতুন ও কামরুন্নাহার।
সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, ১ নং ওয়ার্ডের মির্জা আশরাফুল হক মাসুদ, শফিকুল হক, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সাহাবুল,২নং ওয়ার্ডের মাহাতাব হোসেন, জহুরুল ইসলাম, আকতার হোসেন, লিখন আলী,৩ নং ওয়ার্ডের বজলুর রহমান, এখলাসুর রহমান, সাদিকুল ইসলাম বাচ্চু, ৪ নং ওয়ার্ডের আলমগীর মোহাম্মদ. খন্দকার রাজ আলী, ৫ নং ওয়ার্ডের মোঃ সাদেক আকন্দ, বেলাল হোসেন, পরিতোষ দাস, একেএম নূরুল হাসান, বকুল হোসেন, ৬ নং ওয়ার্ডের গৌতম কুন্ডু গৌড়, নূর-ই-হাসান খাঁন, খন্দকার হোসনে আরা, ৭ নং ওয়ার্ডের ওয়াসিম উদ্দিন, এনামুল হক, ৮ নং ওয়ার্ডের কামরুল হাসান মিন্টু, নুরুল হক ভুটু, আব্দুর রশীদ, ৯ নং ওয়ার্ডের নাজিমুদ্দিন মিয়া, মনিরুল ইসলাম, রেজাউল করিম ও ফজলুর রহমান সরকার।
৩ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।