আতাইকুলা প্রতিনিধিঃ জনগনের দোড় গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে পাবনার আতাইকুলা থানা পুলিশের আয়োজনে পুষ্পপাড়া বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুষ্পপাড়া বাজার এলাকার জনগনকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে পুষ্পপাড়া বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বিট পুলিশিং এর কার্যাক্রম সম্পর্কে বিশাদ আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এএসপি (সদর সার্কেল) ইবনে মিজান। সভায় বক্তারা বলেন, আর থানায় বা আদালতে নয় পুলিশই জনগনের দোড় গোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে বিট পুলিশিং কার্যাক্রম চলছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি অস্থায়ী বিট পুলিশিং কার্যালয় থাকবে যেখানে একজন সাব- ইন্সেপেক্টর, একজন সহকারী সাব- ইন্সেপেক্টর ও দুই জন কনেস্টবল থাকবেন। বিট পুলিশিং কার্যালয়ে ওই ইউনিয়নের জনগনের সমস্যা বা অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষনিক জনগনের দোড় গোড়ায় গিয়ে অভিযোগের বিষয়টি সমাধানের চেষ্টা করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন্। জনগনকে আর থানায় না গিয়ে বিট পুলিশিং কার্যালয়ে যেতে উদ্বৃদ্ধ মূলক সভাটি পরিচালনা করেন আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন। সভায় পুষ্পপাড়া এলাকাসহ আতাইকুলা ইউনিয়নের সুধীমহল উপস্থিত ছিলেন।