তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি শামীম

  দফায় দফায় অবিরাম বর্ষন এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং জিও টিউব ফেলা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজার, নাজিমাবাদসহ ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে জিও টিউব ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি শামীম। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, উপজেলা জাতীয় পাটির দপ্তর সম্পাদক রাকিব মো. হাদিউল ইসলাম, হরিপুর ইউনিয়ন জাপার সভাপতি আমজাদ হোসেন, বেলকা সভাপতি রেজাউল ইসলাম রানা প্রমূখ। এমপি শামীমের বিশেষ আবেদনের প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দে ভিত্তিত্বে তিস্তার ভাঙন কবলিত এলাকায় জিও টিউব ফেলা হচ্ছে। এমপি শামীম বলেন জিও ব্যাগের চেয়ে জিও টিউবের কার্যক্ষমতা অনেক বেশি। সে কারণে জিও ব্যাগের পরিবর্তে জিও টিউব ফেলা হচ্ছে। ইতিমধ্যে অব্যাহত ভাঙনে হরিপুর ইউনিয়নের কাশিমবাজার, নাজিমাবাদ, মাদারিপাড়াসহ বিভিন্ন এলাকায় কমপক্ষে এক হাজার পরিবার, পাঁকা-কাচা সড়ক, প্রতিষ্ঠান ও হাজারও একর ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।