শাহজাদপুরে পৌর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে

শাহজাদপুর প্রতিনিধি ঃ

সোমবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর সদর মনিরামপুর বাজারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে চা চক্রের মধ্যে দিয়ে সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল শাহজাদপুর পৌর সভায় মেয়র পদে প্রার্থী হওয়া ঘোষনা দেন । মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর প্রিয় ও কাছের মানুষ প্রয়াত শাহজাদপুর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষের রাকসু এর সাধারসম্পাদক ও ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষের রাকসু এর ভিপি এবং সাবেক এমসিএ এডভোকেট আব্দুর রহমানের ছেলে । আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছেটেবেলা থেকেই রাজনৈতিক আবহে পথচলা । বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারন করে কাজল ও তার পরিবারের রাজনৈতিক শিক্ষা । উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজল জানান দল থেকে মনোনয়ন পেলেই কেবল মাত্র তখনই তিনি মেয়র প্রার্থী হবেন । তিনি আরো জানান আমি সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক ছিলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম । বর্তমানে আমি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি । শাহজাদপুর উপজেলার Covid-19 প্রতিরোধের লক্ষে উপজেলা পর্যায়ে লাশ সৎকারের জন্য গঠিক কমিটির সদস্য হিসাবে কাজ করছি । আমার বাবা সাবেক এমসিএ মরহুম আব্দুর রহমান আজীবন মানুষের সেবা করে গেছেন । আমিও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে মানুষের সেবা করছি । তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিজয়ী হবো ইনশাআল্লা । আর যদি দল আমাকে মনোনয়ন না দিয়ে অন্যকাউকে দেয় তবুও আমি দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করব । এদিকে এর মধ্যেই ক্ষমতাশীন দল আওয়ামী লীগের হাফ ডজন মেয়র প্রার্থী প্রায় প্রতিদিন মটর সাইকেল শো ডাউন দিলেও এই প্রথম মাহবুবে ওয়াহিদ শেখ কাজল মিডিয়ার সামনে তার প্রার্থী হওয়া খবরটি জানালেন ।