ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নের ভোটাররা আবারো চান চেয়ারম্যান সাবু কে

লালমনিরহাট প্রতিনিধি। আসছে ধেয়ে সামনে নতুন বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আবারো ভোটাররা চান লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়াকে। আর এ প্রত্যাশা নিয়ে গোতামারী ইউনিয়নের সাধারন ভোটাররা চেয়ারম্যান সাবু মিয়াকে আবারো চেয়ারম্যান হিসেবে ওই ইউনিয়নে দেখতে চান। তাকে নিয়ে ভোটাররা চায়ের দোকানে পানের দোকানে ও হোটেল মোটেল হাটবাজারে মুখে মুখে চলছে আলোচনা। এদিকে গোতামারী ইউনিয়নের দৈখাওয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বসন্ত বাবু, ফারুখ হোসেন,আতিয়ার রহমানসহ স্থানীয়রা এবারো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়াকে চেয়ারম্যান হিসাবে দেখতে চেয়ে কথা ব্যক্ত করেন। তাঁরাসহ ইউনিয়নবাসীরা জানান, চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া বিগত পরপর আরো দুইবার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানেও তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্বে থেকে উন্নয়ন মুলুক কাজ করে চলছেন। তিনি দৈখাওয়া বাজার অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। বসিয়েছেন সোলার স্টীক লাইট। এছাড়া বাজারে বৃষ্টির পানি জমে গেলে তা আর নিষ্কাসন হচ্ছিল না। তার জন্য তিনি পানি নিস্কাসনের জন্য ড্রেন নির্মান করে দিয়েছেন। বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা,ঈদগাঁ মাঠ করে দিয়েছেন। গরীব অসহায় পরিবারদের ভাতার আওতায় এনে দিয়েছেন। নিরীহ অসহায় গরীব ছেলে মেয়েদের লেখাপড়া, বিবাহ ইত্যাদি কাজে সার্বক্ষণিক সহযোগিতা করে চলছেন।  ফলে তার প্রতি এই ইউনিয়নের সাধারণ ভোটাররা পরিপূর্ণ আস্থা রেখেছেন। এব্যাপারে গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া বলেন, চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন বাসির পাশে থাকা কর্তব্য বিধায় আমি যথাসাধ্য আমার দায়িত্ব পালন করেছি। এছাড়া আরো অনেক কাজ হাতে নিয়াছি কিছু চলছে এবং অবশিষ্ট যা থাকবে জনগন নির্বাচিত করলে পরবর্তিতে আল্লাহর রহমতে করবো।