রাজশাহীতে অভিনব কায়দায় পায়ুপথে সাত লাখ টাকা হেরোইন পাচার করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকুতরা হলেন, রবিউল ইসলাম রিফাত (২০) ও মিজানুর রহমান (২২)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।তারা দুইজন চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন নিয়ে একটি বাসের যাত্রী হয়ে ঢাকা যাচ্ছিলেন।এসময় শিরোইল বাসস্ট্যান্ডে বাসটি থামলে পুলিশ গোপন সংবাদের ভিতিতে তাদেরকে গ্রেপ্তার করেন। এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বৃহস্পতিবার রাতে শিরোইল বাসস্ট্যান্ডে একটি বাসে তল্লাশি করার সময় দুই যুবকের আচরনে সন্দেহ হয়। এবং তাদেরকে আটক করে বাসস্ট্যান্ড পুলিশ বক্সে নেয়া হয়।এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন যে তাদের পাকস্থলিতে হেরোইন আছে। পরে পায়ুপথ থেকে তারা পলিথিনে মোড়ানো হেরোইন বের করা হয়। ওসি আরো জানান,দুজনের কাছে পলিথিনে মোড়ানো তিনটি হেরোইনের রোল পাওয়া গেছে। সে গুলোর ওজন ৭০ গ্রাম। এর আনুমানিক মূল্য হবে প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গতকাল শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#