ধূর্ত ছলনার প্রবঞ্চক প্রেমিক


এনামুল হক টগর
নতুন প্রভাত আসন্ন-
কিন্তু বাগানের সুন্দর ফুলগুলো এখনো ফোটেনি,
প্রভাতের অপেক্ষায় মধুর ঘ্রাণ ও স্নিগ্ধ সৌরভ এখনও ছড়ায়নি,
সৌন্দর্যভরা এই প্রকৃতিতে দিওয়ানা বসন্তের আগমনী ধ্বনি।
উদ্যানের সবুজ গাছগুলো স্নেহ ও মমতায় বিদগ্ধ নিপুণ,
নতুন প্রস্ফুটিত ফুলগুলো সুবাস ছড়াতে চায় বিদগ্ধ চেতনা-
কিন্তু ফাগুন ও চৈত্রের মধুময় বাতাস এখনো শন শন বহেনি।
ভ্রমর শুধুই কামনায় গুণ গুণ করে মধু আহরণ আাশায়
ভালোবাসার পাপিয়া প্রেমের বিনিময়ে গান গায় সুরেলা যাদুর বিস্ময়!
মিলন বিভাজনে নতুন রং ও মধুময় সুরের মুর্চ্ছনায়!
কেন যে ওই দূরবর্তী সময়ের স্মৃতি থেকে প্রাচীন বাঁশির ধ্বনি শুনি-
মনে হয় এই বুঝি তুমি এলে,বিরহের প্রেমে নব নব নতুন গুণাগুণে।
কিন্তু কি বিস্ময় সত্যের গভীরে তপস্যায় দেখি ধূর্ত এক প্রবঞ্চক ঘাতক বহুরূপী ছলনায়!
তাই এই প্রেমিক মনে বহে বিফল বিরহের ফাগুন ও বিচ্ছেদ বেদনার হাওয়া।
ফুলুগুলো কেন যে ফোটে না? কলি থেকেই ঝরে যায়?
বুঝি ধূর্ত প্রবঞ্চক নাগর ঘোরে ফিরে কৌশলী এক দানব বিস্ময়।
ছলনার প্রেমে সে পান করতে চায় ফুলের মধু ও বাসনার যৌন কামনা।
কিন্তু যে প্রেমিক বুঝে না সত্য সে তো হারায় সুধাময় জীবন ও যৌবন।
সাবধান সাবধান সামনে ও পেছনে ধূর্ত প্রবঞ্চক সর্তক সাবধান।