পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জরুরী বর্ধিত সভা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী আওয়ামীলীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আ’লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা জেলার সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বিএনপি’র মিথ্যাচারিতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহব্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগের ভুমিকা সূদুরপ্রসারি। অতীতের বিভিন্ন নির্বাচনে বিএনপি-জামাতের তান্ডব ছাত্রলীগ যেভাবে মোকাবেলা করেছে, ঠিক সেই ভাবেই ২৬ তারিখ উপনির্বাচনে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি আরো বলেন, এ নৌকা আমার নয়, এ নৌকা ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং দেশের আপামর জনতার। বিগত পাঁচবারের মতো এবারেও সাধারণ ভোটাররা নৌকায় ভোট দেয়ার জন্য জোটবদ্ধ। আবারো এলাকার মানুষ নৌকায় ভোট দিয়ে বিএনপি’র সকল ষড়যন্ত্র, মিথ্যাচারিতা ও অপপ্রচারের সমুচিত জবাব দেবে। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন দাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের সমন্বয় কমিটির সদস্য মোশারফ হোসেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপনির্বাচনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইছাহক আলী মালিথা, আওয়ামী যুব মহিলা লীগের পাবনা জেলার সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, সিনিয়র সহ সভাপতি আইরিন কিবরিয়া কেকা, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা মহিলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আজমেরী হাসনাত আশা, পাবনা পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শাম্মী আক্তার শিউলি,পাবনা সদর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক রোমানা আক্তার মিতু, পৌর সাধারন সম্পাদক শাম্মি আক্তার শিউলি,পাবনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি সাদ্দাম হোসেন, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান প্রমূখ নেতৃবৃন্দ।