হিজরার সংসার

এনামুল হক টগর

তুমি মানুষ,কিন্তু কি বিস্ময় তুমি একজন পুরুষও নও!
তুমি মানুষ কিন্ত কি বিস্ময় তুমি একজন নারীও নও!
কিভাবে তুমি সুদূর দেশ সমাজ আর পৃথিবীর,
দিকে দিকে আলো ছড়াবে কল্যাণ সংস্কার?
কিভাবে তুমি সবল মানুষকে প্রেমের বন্ধনে আটকাবে হে সুন্দর বাহারী?
বৃক্ষতো শাখায় শাখায় ফুল ফোটায় আবার ফলও দেয় অনাবিল-
মৌমাছিতো প্রেম ও ভালোবাসায় মানুষকে মধু দেয় দেহের ঔষধ আলো।
নদীতো তৃষ্ণার সুজন হয়ে সৃষ্টিকে সেবা দেয় অবিরাম।
কিন্তু হিজরার ছল চাতুরীর আর পাগলামীর ভেতর সমাজ হিশেহারা ঘাম।
ছলনা আর মরিচিকার ভেতর প্রেম ও ভলোবাসা খুঁজে পাওয়া যায় না।
তোমার সুন্দর ও সুদর্শন চেহারা আছে কিন্তু কর্ম ছাড়া সব বিফল বেমানান,
তুমি পরিশ্রম দিয়ে দেশ ও সমাজকে সেবা ও কল্যাণ করার চেষ্টা করো।
তোমাকে হিজরা বললেও আসলে তুমি দক্ষ কর্মজীবী ও প্রগতি আলোর।
কারো কথাতে তোমার আসেও না আবার যায়ও না,
তোমার কর্মই তোমাকে সুন্দর করে গড়ে তুলবে সঠিক ভবিষ্যৎ জীবন।
তোমার সেবা ও পরিশ্রমই তোমাকে করবে বিশ্বাসী মানব,
তুমি হতে পারবে শ্রমজীবী ও শস্য আবাদে সফল দেশপ্রেমের আদব।
কর্ম ও জীবনের ফলাফল সুন্দর হলেই কেউ তোমাকে হিজরা বলবে না,
তুমি তখব আগামী প্রত্যাশার একজন দক্ষ কর্মজীবী আহবান-
আবার তুমিই হবে একজন কারখানার অভিজ্ঞ শ্রমিক ও বিজ্ঞ প্রকৌশলী নিপুণ।
১৮/০৮/২০২০