বিশ্বনাথে শামীমের বিরুদ্ধে মামলা : বণিক সমিতির নিন্দা


সিলেটের বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদের উপর ‘মিথ্যা’ মামলা দিয়ে ‘হয়রানির’ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বণিক সমিতির নেতৃবৃন্দ।এক বিবৃতিতে তারা বলেন, বিশ্বনাথে সাংসদের গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদকে তদন্ত ছাড়া অন্যায়ভাবে আসামি করে মামলা করে হয়রারি করা হচ্ছে। সাংসদের গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক। ওই ঘটনাযর আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশের ও উপজেলা প্রশাসনের একাধিক সিসি ক্যামেরা আছে। সেসব সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।তারা আরও বলেন, শামীম আহমদ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাকে জড়িয়ে এমন অপবাদের মাধ্যমে তার মান-সম্মান ক্ষুন্ন করার প্রচেষ্টা চলছে। বণিক সমিতির সভাপতি শামীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা।বিবৃতিদাতার হলেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমির আলী, মতছিন আলী, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল আহমদ, ১ নম্বর ওয়ার্ডের কমিশনার এমদাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার গিয়াস উদ্দিন প্রমুখ।