“জেনে বুঝে বিদেশ যা, অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে আজ রোববার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, গাইবান্ধা ট্রেনিং ইনিস্টিটিউটের সিনিয়র ইন্সট্রাক্টর আমির হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক নেজারুল হক, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ, প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম এ হাবীব সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। দালালের মাধ্যমে ও দক্ষতা অর্জন এবং সচেতন না হয়ে বিদেশে গিয়ে যেন কেউ প্রতারিত না হয় সেমিনারে সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।